ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সামাজিক কাজের শর্তে খোরশেদকে খালাস দিল আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:১৪ পিএম, নভেম্বর ২০, ২০২৩
সামাজিক কাজের শর্তে খোরশেদকে খালাস দিল আদালত

ফেনী: সামাজিক কাজে আত্মনিয়োগ করে গাছ লাগানো ও মাদক বিরোধী স্লোগান প্রচারের শর্তে খালাস পেলেন ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে ইয়াবাসহ গ্রেপ্তার খোরশেদ আলম (৪৮) নামে এক অটোরিকশা চালক।

রোববার (১৯ নভেম্বর) ফেনীর জেষ্ঠ্য বিচারিক হাকিম অপরাজিতা দাস এ রায় ঘোষণা করেন।

খোরশেদ ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর ২ নম্বর ওয়ার্ডের জানু দরবেশ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ খোরশেদ আলমকে আটক করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। তারপর থেকেই তিনি কারাগারে ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে।

রোববার ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক অপরাজিতা দাস সামাজিক কাজে আত্মনিয়োগ করে গাছ লাগানো ও মাদক বিরোধী স্লোগান প্রচারের শর্তে খোরশেদকে খালাস দেন।

আসামিপক্ষের আইনজীবী খন্দকার মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, মাদকসেবী ও বিক্রেতাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে এই লঘু দণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএইচডি/এমজে

বাংলাদেশ সময়: ৩:১৪ পিএম, নভেম্বর ২০, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।