ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় সরকারি জায়গায় দোকান নির্মাণ, গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
সালথায় সরকারি জায়গায় দোকান নির্মাণ, গুঁড়িয়ে দিল প্রশাসন

ফরিদপুর: ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে নির্মাণাধীন তিনটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অভিযান চালানো হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।  

এ সময় সালথা ভূমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সেখানে পুনরায় যাতে দোকান নির্মাণ না করা হয়, সেজন্য দোকান নির্মাণকারীদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।