ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক  মো. খাইরুল ইসলাম আকাশ ও মুহা. আবু বকর ছিদ্দিক

বরগুনা: বরগুনার ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. খাইরুল ইসলাম আকাশ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহা. আবু বকর ছিদ্দিক।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

পরে নির্বাচন কমিশন নয় সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়।  

মো.ইউসুফ আলী প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মোস্তাফিজ ও জসিম উদ্দিন দায়িত্ব পালন করেন।  

জানা গেছে, গত ১৩ নভেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মো. খাইরুর ইসলাম আকাশ (জনকণ্ঠ) ও সাধারণ সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিকসহ (দৈনিক সংবাদ) নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়।  

এ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মি. মংচিন থান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক কাওসার হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য মু. আ. মোতালিব ও মজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।