ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহনে রিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
লালমোহনে রিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ভোলা: ভোলার লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় বাসের ধাক্কায় রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- লালমোহন পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার (৫৫) ও হাসনাইন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টর ছেলে হাসনাইন (৬)।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিল। পথে লালমোহনের লাঙ্গলখালী এলে পথচারীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার ওই দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় নাগর নামে আহত একজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিকশাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।