ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনে গাড়িচালক, রাতে ভয়ংকর ছিনতাইকারী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
দিনে গাড়িচালক, রাতে ভয়ংকর ছিনতাইকারী!

সাভার (ঢাকা): সাভারে চাঞ্চল্যকর অটোরিকশা চালক রমজান আলী (৪৮) হত্যাকাণ্ডের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৪। সেই সঙ্গে তাদের কাছে থেকে একটি নকল পিস্তল, টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- রাজু (৩০), মহসিন (৪০), নূর আলম (২৮), ইসমাইল (২০) ও আক্তার (১৯)। তাদের সবার বাড়ি ভোলা জেলায়।

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ জানান, গত ৮ অক্টোবর সাভার উপজেলার ভাকুর্তা এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই মরদেহটি অটোরিকশাচালক রমজান আলীর বলে শনাক্ত হয়। যাকে হত্যা করে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা সবাই জীবিকার তাগিদে ঢাকায় এসে অটোরিকশা, সিএনজি ও প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তারা রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে কৌশলে যাত্রী সেজে অটোরিকশায় উঠেন। পরে সুযোগ বুঝে জোরপূর্বক সেসব গাড়ি ছিনিয়ে নিতেন তারা। ক্ষেত্রবিশেষে চালককে মারধর করাসহ হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে দেওয়া হতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।