ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এশিয়াল হাইওয়ের পাকুন্ডায় এ ঘটনা ঘটে।

দগ্ধ হেলপারের নাম সায়মন বলে জানা গেছে। জানা যায়, মহাসড়কে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা ট্রাকের হেলপারের পাশে আগুন দেওয়ার চেষ্টা করলে এতে তার হাত পুড়ে যায়। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। দগ্ধ হেলপারকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।