ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই গ্রামটি।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে গোলাবাড়িয়া গ্রামে যান ফয়সাল শেখ। এসময় উত্তেজিত জনতা চোর সন্দেহে তাকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। বাড়িতে নারীরা অবস্থান করলেও ভয়ে কেউ মুখ খুলতে চায়নি।  

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।