ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রসচিবের সঙ্গে রুটিন বৈঠক করেছেন পিটার হাস: দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
পররাষ্ট্রসচিবের সঙ্গে রুটিন বৈঠক করেছেন পিটার হাস: দূতাবাস

ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠক শেষে এ বিষয়ে কেউ গণমাধ্যমে কোনো কথা বলেননি। পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠকের বিষয় সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে নতুন শ্রম নীতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়ন নিয়ে আলোচনার  লক্ষ্যে একটি রুটিন বৈঠক করেছেন।

উল্লেখ্য, ১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। তবে স্বাভাবিক ছুটি থাকলেও এটা নিয়ে নানা আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।