ঢাকা: রাজধানীর রামপুরায় পার্কিং করা অবস্থায় একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
রোববার (৩ ডিসেম্বরে) আনুমানিক রাত পৌনে ৮টার দিকে রামপুরা কাঁচা বাজার এলাকার সড়কের ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের কিছুটা সামনে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পার্কিং করা অবস্থায় হলুদ রঙের একটি পিকআপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এজেডএস/এসআইএ