ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামপুরায় পার্কিং করা পিকআপভ্যানে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
রামপুরায় পার্কিং করা পিকআপভ্যানে আগুন

ঢাকা: রাজধানীর রামপুরায় পার্কিং করা অবস্থায় একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

রোববার (৩ ডিসেম্বরে) আনুমানিক রাত পৌনে ৮টার দিকে রামপুরা কাঁচা বাজার এলাকার সড়কের ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের কিছুটা সামনে এই ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পার্কিং করা অবস্থায় হলুদ রঙের একটি পিকআপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।