ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কর্মসূচি

ঢাকা: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালি, ফুটওভার ব্রিজ ব্যবহারে ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলায় উদ্বুদ্ধকরণ এবং পথসভা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকাবাসী’ এবং জাতিসংঘ তথ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

কর্মসূচিতে সাইন্স ল্যাবরেটরি ফুটওভার ব্রিজ ব্যবহারকারী ও গাড়ি চালকদের মধ্যে বিনামূল্যে ফুল, লিফলেট, চকলেট বিতরণসহ গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগান প্রধান অতিথি পিবিআই প্রধান।

ঢাকাবাসী সংগঠনকে ধন্যবাদ জানিয়ে পিবিআই প্রধান বলেন, ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে সারা পৃথিবীতে ভলান্টিয়ারদের উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়। এ ভলান্টিয়ারিং সারা পৃথিবীর বড় ধরনের কার্যক্রম।

এ কার্যক্রমে যারা অংশগ্রহণ করেন ভবিষ্যতে তারা সমাজে অংশগ্রহণ করেন, সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করেন, সমাজ উন্নয়নে অংশগ্রহণ করেন, সমাজের সব শ্রেণির মানুষের পক্ষে থাকেন। সারা পৃথিবীর সব দেশের সব সমাজে এ ভলান্টিয়ারাই বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থাকেন।

তিনি এ ‘ভলান্টিয়ার ডে’র কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “ঢাকাবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জনাব মো. শুকুর সালেক। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, হোপ-৮৭ এর কান্ট্রি ম্যানেজার রেজাউল করিম বাবু, সাজ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাজিয়া রহমান, যুব সংগঠক মেনন, সাথী নাট্যগোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট লুৎফর আহসান বাবু, শাপলা সমাজ সেবা সংস্থার সভাপতি মো. ইসমাইল হোসেন, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বক্স ও ঢাকাবাসীর আজীবন সদস্য খোরশেদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।