ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রেল স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম, পরিচয় এখনো জানা যায়নি।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেন আশুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছলে এক অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ওই যুবকের মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ফিঙ্গার প্রিন্ট নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।