ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু, শিডিউল জটিলতায় ২০ ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু, শিডিউল জটিলতায় ২০ ট্রেন

ঢাকা: দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহ্স্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ট্রেন চলাচল শুরু হয়ে বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

 

বিকেল পৌনে ৫টার দিকে স্টেশনের আউটারের কাছে নাখালপাড়া এলাকায় আখাউড়া থেকে কমলাপুরমুখী তিতাস কমিউটার ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়।

ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ বগি তিনটি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন এটি। প্রথমে মিটারগেজ লাইনের ট্রেনগুলো ছেড়ে যাবে। ২০টির মতো ট্রেন অপেক্ষমাণ।

যমুনা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৪৫ মিনিটে কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিল।

ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা যায়, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকেল ৪টা১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি স্টেশনেই ছিল। চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকাল ৫টায় ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায়নি। ৫টা ২০ মিনিটে ছেড়ে যায়নি জয়দেবপুরগামী তুরাগ কমিউটারও (তুরাগ)।  

আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ট্রেনটি বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল। টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার (১০৮) সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছাড়েনি।

এসব ট্রেন ছাড়ার পর আরও ২০টি ট্রেন স্টেশন ছাড়বে।  

বাংলাদেশ সময়: ২১০৫, ৭ ডিসেম্বর    
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।