ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৭ থানার ওসির বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
মানিকগঞ্জে ৭ থানার ওসির বদলি

মানিকগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুজন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা গেছে, মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ সরকারকে শিবালয় থানায় ও শিবালয়ের ওসি শাহ নূরে-এ আলমকে হরিরামপুর থানায়; সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসকে ঘিওর থানায় ও ঘিওর থানার ওসি আমিনুর রহমানকে সিংগাইর থানায়; হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে দৌলতপুর থানায় এবং দৌলতপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যাকে সাটুরিয়া থানায়; সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামকে মানিকগঞ্জ সদর থানায় ও ঘিওর থানার ওসি আমিনুল ইসলামকে সিংগাইর থানায় বদলি করা হয়েছে।  

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুজন সরকার বলেন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে থানার ওসিদের বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

** ফরিদপুর জেলার ৮ থানার ওসি বদলি

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।