ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেন্ট মার্টিন যাওয়ার পথে ডুবোচরে ৪৪ পর্যটক নিয়ে আটকে গেল জাহাজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
সেন্ট মার্টিন যাওয়ার পথে ডুবোচরে ৪৪ পর্যটক নিয়ে আটকে গেল জাহাজ 

কক্সবাজার: টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে ৪৪ জন পর্যটক নিয়ে শাহপরীর দ্বীপে ডুবোচরে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রিন লাইন-১’।  

পরে এসব পর্যটকদের উদ্ধার করে সেন্ট মার্টিনে পৌঁছানোর ব্যবস্থা করেছে কোস্টগার্ড।

 

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাহাজটি সেখানে আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তৌকি।

তিনি বলেন, ‘রোববার সকাল সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। খবর পেয়ে কোস্ট গার্ডের সেন্ট মার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে। পরে তাদের নিরাপদে সেন্ট মার্টিন  নিয়ে যাওয়া হয়। ’

এসময় আহতদের সেন্ট মার্টিন নোঙরে অবস্থানরত কোস্টগার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ -এ চিকিৎসাসেবা দেওয়া হয় বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, আটকে পড়া পর্যটকরা সেন্ট মার্টিন পৌঁছেছেন। তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০২৩
এসবি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।