ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির জন্মদিনে পাবনায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
রাষ্ট্রপতির জন্মদিনে পাবনায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

পাবনা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন আজ (১০ ডিসেম্বর)। দিনটিকে ঘিরে তার নিজ জন্মভূমি পাবনায়
এতিম শিশুদের নিয়ে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন এই উদ্যোগে এ খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতিম শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে খাবার খাওয়ানো পাশাপাশি রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবীর, জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সুর্বণা সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য মুস্তাক আহমেদ আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ, ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মেমেদি হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মতিউর, ছাত্রনেতা মেমেদি হাসান রনি, ব্যবসায়ী ইব্রাহিম খানসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।