ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: লিয়াকত আলী লাকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: লিয়াকত আলী লাকী

রাঙামাটি: দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে গণজাগরণের শিল্প আন্দোলন উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শিল্প সাংস্কৃতিক সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

লিয়াকত আলী লাকী বলেন, আমরা বীরের জাতি, রক্ত দিয়ে এ দেশের স্বাধীনতা এনেছি। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

তিনি আরও বলেন, সারাদেশে এক ঘণ্টা করে যন্ত্রসংগীতের আয়োজন করার মধ্যে দিয়ে আমরা গণজাগরণের শিল্প আন্দোলনের মশাল জ্বালাবো।

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের উপ-পরিচালক রনেল চাকমা এবং জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার সিনথিয়া চাকমা।  

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, পাহাড়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ান। এছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গানে, নাচে, কবিতা আবৃত্তিতে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন জেলা শিল্পকলা অ্যাকাডেমি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।