ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন কমপক্ষে ৪ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, সকালে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সেখানে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি।  

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের হাসপাতালে আনেন পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩, আপডেট: ১৩০৯ ঘণ্টা
এমআরপি/এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।