ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

তাড়াশে নসিমনচাপায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ১৩, ২০২৩
তাড়াশে নসিমনচাপায় কৃষক নিহত প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় শফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের করপ আলী মণ্ডলের ছেলে।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শফিকুল মাঠের ধান কেটে সড়কের একপাশে ভ্যানে বোঝাই করছিলেন। এ সময় শ্যালো একটি নসিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে থাকা চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনায় স্থানীয় এলাকাবাসী নসিমনটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।