ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব মোড়লেরা একাত্তরেও স্বাধীনতার বিরোধিতা করেছিল: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
বিশ্ব মোড়লেরা একাত্তরেও স্বাধীনতার বিরোধিতা করেছিল: নানক

সিলেট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধরনা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্ব মোড়লেরা কথা বলে না।

তারা একাত্তরেও স্বাধীনতার বিরোধিতা করেছিল।

তিনি বলেন, বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের আরামবাগের একটি কনভেনশন সেন্টারে ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর সফল উপলক্ষে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্র কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে-পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সিলেটের মেয়র, কাউন্সিলর, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শেখ হেলাল, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভা শেষে ঢাকা থেকে আসা বিশেষ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।