ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

এক্সেভেটরে ঢুকে পড়ল বাস, প্রাণ হারালেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এক্সেভেটরে ঢুকে পড়ল বাস,  প্রাণ হারালেন যুবক

কুমিল্লা: কুমিল্লার লাকসামে ট্রাক্টরে থাকা এক্সেভেটরের ভেতরে চলন্ত বাস ঢুকে পড়ায় সিফাত হোসেন (২৫) নামে এক বাসযাত্রী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সিফাত হোসেন সোনাইমুড়ি আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।  

লাকসাম থানার উপ পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা অতিক্রম করছিল। ওই সময়ে একই অভিমুখে যাওয়া খোলা ট্রাক্টরে একটি এক্সেভেটর (ভেকু) বহন করা হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি এক্সেভেটরের বাকেটের অংশে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান ও চালকের বাম পা থেঁতলে যায়। আহত হন আরও ২০ যাত্রী।

এসআই বোরহান উদ্দিন ভুঁইয়া জানান, আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।