ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আদালত চত্বরের টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে আদালত চত্বরের টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে টেনিস কোর্টে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  

বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।

এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পার্শ্ববর্তী নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে টেনিস কোর্টে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই জেলা ও দায়রা জজ আদিব আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খাঁন, পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ’

স্থানীয় ব্যবসায়ী আলম জানান, এই মাঠে ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন রাত ৮টার পরে খেলতে আসেন এবং ২/৩ ঘণ্টা খেলেন। কিন্তু ঘটনার পর আজ এখানে কেউ খেলতে আসেননি।
অপর মুরগি ব্যবসায়ী সোহেল রানা জানান, টেনিস কমপ্লেক্সটি তাদের মুরগি পট্টির পাশে হওয়ায় তারা আতঙ্কে রয়েছেন।  

এর আগে গত সপ্তাহে জেলা নির্বাচন অফিস এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাশে টেনিস কোর্টে একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।