ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

মুরগির মাংসে টেক্সটাইল রং, নান্না মিয়া বিরিয়ানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
মুরগির মাংসে টেক্সটাইল রং, নান্না মিয়া বিরিয়ানিকে জরিমানা

রাঙামাটি: রাঙামাটিতে মুরগি রান্নায় টেক্সটাইলের রং মিশ্রণ করায় নান্না মিয়া বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৩ ডিসেম্বর) জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে হোটেল মালিককে এ জরিমানা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট বলেন,  হাজী নান্না মিয়া বিরিয়ানি হাউজের কিচেনে মুরগির মাংস রান্নায় টেক্সটাইলের রং মিশ্রণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।  

ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি করলে জেলসহ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলে তাকে সতর্ক করা হয়।  

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।