ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেশি দামে পেঁয়াজ-মাংস বিক্রি, শিবচরে ৪ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
বেশি দামে পেঁয়াজ-মাংস বিক্রি, শিবচরে ৪ দোকানিকে জরিমানা

মাদারীপুর: অতিরিক্ত দামে পেঁয়াজ-মাংসসহ বিভিন্ন পণ্য বিক্রি করার অপরাধে দ্রব্যাদি মাদারীপুরের শিবচরে চারজন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

 

জানা গেছে, নিত্যপণ্যের দোকানে অতিরিক্ত দামে পেঁয়াজসহ বিভিন্ন দ্রব্যাদি বিক্রির অভিযোগে বৃহস্পতিবার শিবচর পৌর বাজারে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে মিহির স্টোরকে পাঁচ হাজার, শিকদার স্টোরকে এক হাজার, তুহিন স্টোরকে এক হাজার ও ভাই ভাই গোস্ত ভাণ্ডারকে পাঁচ হাজারসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।