ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাইক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ঠাকুরগাঁওয়ে বাইক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এজাবউদ্দিন লাবলু (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্প (ডিপ টিউবওয়েল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষক বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ভেলাজান আনছা‌ড়িয়া ফা‌যিল (ডিগ্রি) মাদরাসার জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।

ঠাকুরগাঁও ভেলাজান আনছা‌ড়িয়া ফা‌যিল (ডিগ্রি) মাদরাসার গণিতের শিক্ষক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নিহত এজাবউদ্দিন ঠাকুরগাঁওয়ের দিক থেকে বালিয়াডাঙ্গী যাওয়ার পথে ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্পের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক এজাবউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এমন দুর্ঘটনায় তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।