ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি সোসাইটির বিজয় মেলায় গ্রামীণ খেলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
ধানমন্ডি সোসাইটির বিজয় মেলায় গ্রামীণ খেলা

ঢাকা: মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৫৩তম বছরে পদার্পণ উপলক্ষে ‘বিজয় মেলা’য় গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া দুদিনব্যাপী মেলার দ্বিতীয় দিন আয়োজন করা হয় গ্রামীণ খেলা বায়স্কোপ, সাপের খেলা, লাটিম খেলা, বানর খেলা।

শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ক্রিকেট একাডেমি মাঠে ‘ধানমন্ডি সোসাইটি’ কর্তৃক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ধানমন্ডি সোসাইটির এ আয়োজনে শিশুদের জন্য এসব খেলার আয়োজন করা হয়।

এসব খেলায় অংশগ্রহণকারী শিশু মীম বলেন, আমি এসব খেলাধুলাতে প্রথম খেলছি। হাড়ি ভাঙা খেলায় হাড়ি ভেঙে পুরস্কার পেয়েছি।  

দ্বিতীয় দিনের বিজয় মেলা উপলক্ষে বিকেল ৩টা থেকে শুরু হয় চিত্রাঙ্কন  প্রতিযোগিতা। অংশগ্রহণ করেন ২০ জন খুদে প্রতিযোগী। এ সময় তারা বিজয় দিবস উপলক্ষে বাঙালির গৌরভময় বিজয়ের ইতিহাসের নানা ছবি রংতুলির মাধ্যমে ক্যানভাসে সুন্দরভাবে তুলে ধরে।  

এর আগে প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছির আলী ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩, আপডেট: ১১২৬ ঘণ্টা
এনবি/আরআইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।