ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত কলেজছাত্র রুমান মিয়া: ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে রুমান মিয়া (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাদুয়াচর রেলব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত রুমান উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ার হক মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, রুমানের পৈতৃক বাড়ি রায়পুরায় হলেও সে বোনের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর এলাকায় থাকেন। সেখানে সে স্থানীয় কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। এক সপ্তাহ আগে সে বাবার বাড়ি রায়পুরায় ঘুরতে আসে। পরে সন্ধ্যায় বাদুয়াচর রেলব্রিজ এলাকায় ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে আসেন। পরে স্বজনরা মরদেহ রুমানের বলে সনাক্ত করেন।

রুমানের চাচাতো ভাই মামুন মিয়া বলেন,  দুপুরে তার মাসহ পরিবারের সদস্যরা খালার বাড়িতে দাওয়াতে যায়। সে বাড়িতেই ছিল। পরে খবর পাই সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ছিল।  তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)  নাজিউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আমরা ফাঁড়িতে নিয়ে এসেছি।  তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে আমরা এখনও তা নিশ্চিত  করতে পারিনি। আর এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।