ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সারের দাম বেশি রাখায় সালথায় ডিলারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
সারের দাম বেশি রাখায় সালথায় ডিলারকে জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের সালথায় সারের দাম বেশি রাখায় এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা সদর বাজারে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

 

এ সময় বিসিআইসি ও বিএডিসির ডিলার মেসার্স তালুকদার এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার, সালথা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম মিয়াসহ পুলিশের একটি টিম আদালত পরিচালনায় সহযোগিতা করেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে ডিলাররা এমওপি সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও খুচরা বিক্রেতারা দাম বেশি রাখছে এমন অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সরকারের নির্ধারিত মূল্যের তুলনায় সারের দাম বেশি রাখায় সারের এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।