ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে শীতার্ত ৬০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করল সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নাটোরে শীতার্ত ৬০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করল সেনাবাহিনী

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত ৬০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম এবং ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমদ সাদী।

সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।