ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ডিপো মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ডিপো মালিককে জরিমানা

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় রবিউল ইসলাম নামের এক ডিপো মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পারুলিয়া মৎস্য সেড সংলগ্ন রবিউল ইসলামের আশিক ফিস নামের রপ্তানিযোগ্য চিংড়ির ডিপোতে অভিযান চালান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের আদেশে অপদ্রব্য পুশ করা গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, এ ডিপোটিতে সন্ধ্যার পরে গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসারদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিপো মালিক রবিউলকে ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে। এবং অপদ্রব্য পুশ করা গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করার আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।