ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুবাইয়ে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
দুবাইয়ে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে বাংলাদেশি খুন কাউছার মিয়া

হবিগঞ্জ: সংযুক্ত আরব আমিরাতে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি (৩৮) নিহত হয়েছেন। ঘটনার পরে দুবাই পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে।

নিহত কাউছার মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে এ ঘটনা জানান।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আবুধাবিতে এ খুনের ঘটনা ঘটে।

নিহত কাউছার মিয়ার সহকর্মীদের বরাত দিয়ে ছাহেব আলী বলেন, ওইদিন রাতে বাংলাদেশি এক যুবক কাউছারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের নেপালী এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করেন।

স্থানীয় লোকজন কাউছারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবক আবুধাবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মামলায় নেপালি খুনিকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

ইউপি সদস্য আরও জানান, কাউছার আট বছর আগে দুবাই গিয়েছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আগামী রোববার তার মরদেহ দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।