ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে জাপা প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আড়াইহাজারে জাপা প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) জাতীয় পাটির প্রার্থী আলমগীর সিকদার লোটনের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলেছেন তার প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি জানান, আলমগীর সিকদার লোটনের রামচন্দ্রদী, সাদারদিয়া ও রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকায় বেশ কয়েকটি ব্যানার ও সাদারদিয়ার সব পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।

পোস্টার ছিড়ে ফেলার জন্য তিনি সরকার দলীয় নেতাকর্মীদের দিকে অভিযোগ তোলেন।

জোটন বলেন, বিষয়টি আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে জানিয়েছি।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।