ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতা আজাদসহ ২৬ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, ডিসেম্বর ২৫, ২০২৩
বিএনপি নেতা আজাদসহ ২৬ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় অবরোধ চলার সময় একটি বাস ভাংচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, রোববার সকাল ৮টায় অবরোধের সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা ও আদুরিয়ার মাঝামাঝি এলাকায় একদল লোক টায়ারে আগুন দিয়ে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় একটি বাস ভাংচুর করা হয়। পুলিশ এই ঘটনায় ইয়ামিনকে (২৪) আটক করে। জব্দ করা হয় ৪০০ মিলিলিটার পেট্রোল। গ্রেপ্তার ইয়ামিন বিএনপির কর্মী এবং উপজেলা কলাগাছিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে। তাকে কোর্টে  পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।