ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ: পদ্মা নদীতে ভোরে কুয়াশার তীব্রতায় ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  

বুধবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কুয়াশার ঘনত্বের কারণে মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ পদ্মা নদীতে পাঁচটি ছোট বড় ফেরি নোঙর করে আছে।

পাটুরিয়া ফেরি ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে পদ্মা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় নৌপথ। দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ পদ্মা নদীতে পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।