ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
বাগেরহাটে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিচাপায় সাইফ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ একই উপজেলার হাড়িদাহ গ্রামের নাজমুল শেখের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, মোল্লাহাট বাজারে বালুবাহী একটি ট্রলিচাপায় ঘটনাস্থলেই সাইফের মৃত্যু হয়। শিশুটি তার মায়ের সঙ্গে বাজারে এসেছিল। চাপা দেওয়া ট্রলিটিকে জব্দ করলেও চালক রাজিব সরদার পলাতক রয়েছেন। রাজিব একই উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।