ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টোকিওতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ডিসেম্বর ৩০, ২০২৩
টোকিওতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

ঢাকা: জাপানের রাজধানী টোকিওর বাংলাদেশ দূতাবাসে যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবস।

এ উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কর্মী পাঠানো সংস্থার প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, স্টুডেন্ট ভিসায় জাপানে কর্মী পাঠানো প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও স্টুডেন্ট ভিসায় আগত খণ্ডকালীন কাজে নিয়োজিত কর্মীরা অংশ নেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ করা হয়।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭০টির অধিক দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করছে। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জাপান প্রবাসী বাংলাদেশিসহ সব অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বাড়াতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসকে সামনে রেখে এ বছর সিআইপি (অনাবাসী বাংলাদেশি) হিসেবে যাদের সম্মাননা দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন জাপান প্রবাসী রয়েছেন। আমরা আশা করি, ভবিষ্যতে এ ক্ষেত্রে জাপান প্রবাসীদের সংখ্যা আরও বাড়বে।

তিনি আরও বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি জাপানের ক্রমবর্ধমান বিদেশি শ্রমিকের চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী এনে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদিন। অতিথিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ কাজে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।  

পরে দুইজন বিশিষ্ট প্রবাসী (সিআইপি) বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ১০ জন প্রবাসী বাংলাদেশি দূতাবাসের ওয়ান স্টপ ডেস্কের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থায় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।