ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজ শিশুকে পালক দিয়ে অপহরণের নাটক সাজালেন মা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
নিজ শিশুকে পালক দিয়ে অপহরণের নাটক সাজালেন মা

ঢাকা: নিজের ৯ দিন বয়সী শিশুকে পূর্বপরিচিত একজনের কাছে পালক দিয়ে অপহরণের নাটক সাজিয়েছেন হালিমা নামে এক নারী।   

রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, শিশুটির মা স্বেচ্ছায় তার পূর্বপরিচিত একজনের কাছে ৯ দিন বয়সী শিশু জুনায়েদকে পালক হিসেবে দিয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে মা হালিমা খাতুন তার শিশু সন্তান জুনায়েদকে কোলে নিয়ে বাসা থেকে বের হয় সবুজবাগ রাজারবাগ এলাকায় পূর্ব পরিচিত একজনের কাছে তার সন্তানকে হস্তান্তর করে লালন পালন করার জন্য। পুরো দৃশ্যটি সিসি ক্যামেরায় দেখা যায়।  

জুনায়েদকে অন্যর কাছে লালন পালনের বিষয়টি স্বামীর কাছে গোপন করেছিল শিশুটির মা। স্বামীর বকাঝকা থেকে বাঁচার জন্য হালিমা অপহরণের নাটক সাজিয়েছেন শিশুটির মা হালিমা।

ওই শিশুর মা হালিমা খাতুনের বরাত দিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা আরও বলেন, মা তার শিশু সন্তান জুনায়েদকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার পরিচিত একজনের কাছে লালন পালন করার জন্য হস্তান্তর করে। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি। তবে শিশুটি এখনও পুলিশের কাছে এসে পৌঁছায়নি। যারা শিশুটিকে নিয়ে গেছে তাদের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে এবং শিশুটির মা পুলিশের কাছে ঘটনা সব খুলে বলেছে।

হালিমার স্বামী পেশায় রিকশাচালক। তারা রাজারবাগ এলাকায় বসবাস করেন। এ দম্পতির চার সন্তান।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।