ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভোট দেওয়ার অধিকার একটি মানবাধিকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
‘ভোট দেওয়ার অধিকার একটি মানবাধিকার’

ঠাকুরগাঁও: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোট দেওয়ার অধিকার একটি মানবাধিকার অধিকার। প্রত্যেকের অধিকার আছে দেশ পরিচালনার জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করার।

সেই আস্থার ব্যবস্থাও আছে’।

সোমবার (০১ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসক হলরুমে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে নাগরিকরা ভোট দিতে এবং তাদের অধিকার প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে ভোটাররা এগিয়ে এলে দেশের মানুষের জন্য কল্যাণ হবে। সেই সঙ্গে সবাই শান্তিতে থাকবে এবং সবার মানবাধিকার সংরক্ষিত হবে’।

এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।