ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন: পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন: পররাষ্ট্র সচিব

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। ১২৭ জনের আসার কথা।

এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। সোনারগাঁও হোটেলে তাদের প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফ করা হয়।

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা কম প্রশ্ন করেছেন।

তিনি বলেন, আমি তাদের অনেককেই বলেছি, আপনারা আরও প্রশ্ন করতে পারতেন। কম করলেন কেন? এ বিষয়ে তারা (কূটনীতিকরা) জানিয়েছেন, ইসির সঙ্গে তাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা অনেক আপডেটেট, তাই তারা প্রশ্ন কম করেছেন।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা আশ্বস্ত হয়েছেন কি-না, সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।

ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেনসহ প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে, বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য এই ব্রিফিং আয়োজনে সহায়তা করেছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।