ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন

গোপীবাগে উৎসুক জনতার ভিড়, ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
গোপীবাগে উৎসুক জনতার ভিড়, ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ 

ঢাকা: ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে রাজধানীর গোপীবাগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ট্রেনটির চারপাশে জড়ো হওয়া মানুষের ভিড়ে ব্যাহত হচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ ।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঘটনাস্থলে বাংলানিউজের প্রতিবেদক দেখেন, গোপীবাগ এলাকায় রেলের দুই পাশে নিরাপত্তা দেয়াল থাকলেও সেটা টপকে পুড়ে যাওয়া ট্রেনটির পাওয়ার কারের পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছে।

এ সময় মাইকে বারবার সতর্ক করে সবার কাছে সহযোগিতা চাইছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও র‌্যাবের কর্মকর্তারা। তবে অনেক চেষ্টা করেও মানুষকে সরানো যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, পাওয়ার কার থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে আরও মরদেহ থাকতে পারে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৯টা পাঁচ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদের পর ধাপে ধাপে বেশ কিছু ইউনিট পাঠানো হয়।

এদিকে, বাংলানিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি জ্বলন্ত বগির জানালায় একজন নিথর হয়ে পড়ে আছেন।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে প্রবেশের সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলানিউজকে বলেন, বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪    
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।