ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুরাইনে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব, ককটেল-পেট্রল বোমা-বিস্ফোরক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
জুরাইনে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব, ককটেল-পেট্রল বোমা-বিস্ফোরক উদ্ধার

ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব।

সেখান থেকে বিপুল পরিমান ককটেল, পেট্রল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালানোর কথা জানায় বাহিনীটি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমারান খান জানান, জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
পিএম/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।