ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

ঢাকা: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-মাওয়া রেলপথে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
 
তিনি বলেন, নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ১০ নম্বর প্লাটফর্মে একটু আগে প্রবেশ করেছে। এখন ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বাকি ট্রেনগুলো শিডিউল অনুযায়ী চলাচল করবে।

ঘটনাস্থল থেকে দেখা যায়, নারায়ণগঞ্জের দিক থেকে রাত ১২টা ৪০ মিনিটে একটি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে প্রবেশ করে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪    
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।