ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-৮ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-৮ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ঢাকা: ঢাকা-৮ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় যথারীতি ভোটগ্রহণ শুরু হয়।

ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্র সেগুনবাগিচা হাইস্কুলে। সেখানে শুরুতে কিছু সংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে বুথে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুই-চারজন করে ভোটার আসতে শুরু করেছেন এবং লাইন বাড়ছে।

এ কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে ভালো। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছেন। পুলিশ আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

আসনটির প্রভাবশালী প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আফামো বাহা উদ্দিন নাছিম। তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।