ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র শীত থেকে রক্ষায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া বৃদ্ধা জবা রানীর (৭৫) মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়ার নিজ বাড়িতে মারা যান তিনি।

জবা রানী কর্ণিপাড়ার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিঃসন্তান ছিলেন জবা রানী। স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন জবা। কনকনে শীত থেকে একটু স্বস্তির আশায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন তিনি। এসময় খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধা দগ্ধ হন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন তারা। পরে শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।

সুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।