ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ বিক্রি করতে করতেই মারা গেলেন ব্যবসায়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
মাছ বিক্রি করতে করতেই মারা গেলেন ব্যবসায়ী  প্রতীকী ছবি

মেহেরপুর: তীব্র শীতের কনকনে ঠান্ডায় মাছ বিক্রি করতে করতেই মারা গেলেন ব্যবসায়ী হাসিবুল ইসলাম (২৮)।

হাসিবুল মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের আজিল হকের ছেলে।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে গাংনী মাছ বাজারে এই মৃত্যুর ঘটনা ঘটে।

বাজারের আক্কাছসহ পাশের কয়েকজন মাছ ব্যবসায়ী বলেন, প্রচণ্ড শীতে নিজেকে জ্যাকেট, শাল বা অন্য কোনো গরম কাপড় না পরেই বাজারে মাছ বিক্রি করছিলেন হাসিবুল ইসলাম। সন্ধ্যার পরেও কিছু অবিক্রীত মাছ তিনি শীতে জবুথবু হয়ে বিক্রি করছিলেন। সন্ধ্যার পর শৈত্যপ্রবাহ বাড়লে এর মধ্যেই মাছ বিক্রির সময় পানি নাড়তে নাড়তে মারা যান তিনি।  

অন্যান্য মাছ ব্যবসায়ীরা বলেন, হাসিবুল ইসলামের শরীরে শীতের তেমন মোটা কাপড় ছিল না। প্রচণ্ড শীতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জান ছিল না। এই প্রথম শুনলাম।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।