খাগড়াছড়ি: আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়িতে পাহাড়ের বিভক্ত দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-প্রসীত এবং ইউপিডিএফ-গণতান্ত্রিকের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়ার নলছড়া নামক এলাকায় এ সংঘর্ষ বাধে।
এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে সংগঠন দুটি।
ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা জানান, ‘দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় এর ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বিষয়টি বিস্তারিত জানি না। ’
ইউপিডিএফ-প্রসীত গ্রুপের দাবি সংগঠনটির নেতাকর্মীরা মিটিং করতে যাওয়ার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী মুখোশ বাহিনী তাদের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। ঘটনায় কয়েকশ রাউন্ড গুলি বিনিময় হয় বলেও জানান তারা।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা প্রতিপক্ষ গ্রুপকে হুঁশিয়ার করে বলেন, ‘অগণতান্ত্রিক পথে হত্যার রাজনীতি কখনও সফলতা বয়ে আনে না। তাই সময় থাকতে প্রতিপক্ষ গ্রুপ সাবধান না হলে যেকোনো ধরনের ঘটনার জন্য তারা দায়ী থাকবে।
এ সময় তিনি ইউপিডিএফের কোনো নেতাকর্মী আহত বা নিহত হয়নি বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান, ‘ঘটনাটি আমরা জেনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে। ’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ গণতান্ত্রিকের এক শীর্ষ নেতা বলেন, দেওয়ান পাড়ায় ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কারের নেতাকর্মীদের হত্যার প্রস্তুতি নিয়ে ইউপিডিএফ চেষ্টা চালায়। এ সময় তারা মর্টারসেল নিক্ষেপ করে। এটি এ ঘটনার পাল্টা জবাব দেওয়া হয়েছে মাত্র।
তাদের এমন হত্যার রাজনীতি আর মেনে নেওয়া হবে বলেও এ নেতা হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এডি/এসএএইচ