ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে ধরা দুই যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে ধরা দুই যুবক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল বিক্রি করতে এসে দুই যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকদের নাম - ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাছান গাজী শাকিল (২২)।   

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।  

থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক অস্ত্র ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন।  ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল আসেন, শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসেন। অস্ত্রটির মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে আটক যুবকরা ঘটনাস্থলে আসেন। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।