ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চান নতুন প্রাণিসম্পদ মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চান নতুন প্রাণিসম্পদ মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান খান

ঢাকা: নতুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান খান বলেছেন, সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে ডিম কিনতে পারেন সেজন্য ডিম ব্যবসায় সিন্ডিকেট ভাঙতে হবে।  

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

ডিমের দাম বৃদ্ধি নিয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে বিক্রি করে তাদের মানবিক মূল্যবোধ আছে কিনা সেটি বিবেচ্য বিষয়। কঠোর নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যে ধরনের ব্যবস্থা নিলে সিন্ডিকেট ভাঙে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

রমজান সামনে রেখে মাছ, মাংস, ডিমের মতো পণ্যগুলো কম দামে টিসিবির মতো ট্রাকে করে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, রমজান শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তুকি দেবে মন্ত্রণালয়।

মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ, মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।