ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী থানার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা থানার পেছনের সড়ক দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।