ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল জেলার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে কয়েকজন ব্যক্তি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মোটরসাইকেল যোগে ঘুরে ঘুরে তারা এলাকার মানুষকে হয়রানি করে। ঘটনাটি জানার পর গ্রামের মানুষ সাবধান হয়ে যায়। শনিবার পুনরায় তারা ৩-৪ জন গ্রামে ঢোকেন। এ সময় এলাকাবাসী শফিকুল ইসলাম নামে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় ডিবি পুলিশের দারাগো পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।