ঢাকা: কথিত আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে। মাঘ মাসের প্রথম দিকেই শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নিম্ন আয়ের মানুষদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেল।
ফার্মগেট এলাকার রিকশা চালক লক্ষণ কান্তি দাস। সাতক্ষীরা থেকে ঢাকা এসেছেন আয়-উপার্জনের উদ্দেশ্যে। পরিবারকে ভালো রাখতে, ভালো খাওয়াতেই ঢাকায় আসা। এমনটাই জানান লক্ষণ। তিনি বলেন, শীত বাড়লে ইনকাম কম হয়। রাস্তায় মানুষজন কম থাকে এই কারণে খ্যাপ কম পাই।
তিনি বলেন, শীত কম থাকলে খ্যাপ মারি প্রতিদিন ১২-১৫শ টাকা। শীত পড়লে খ্যাপ পাই না। গত কয়দিন সর্বসাকুল ৮শ থেকে হাজার টাকা ইনকাম হইছে। আজকে খ্যাপ ভালো।
মিরপুর-১১ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় পিঠা বিক্রেতা আমেনা বলেন, কয় দিনের শীতে মানুষজন ঘর থেকে বাইরে আসেনি। এই কয়দিন বিক্রি একটু কম হয়েছিল। পিঠা বানায়ছি কিন্তু সব পিঠা বিক্রি করতে পারিনি। আজকে (মঙ্গলবার) মোটামুটি শীত কম তাই বিক্রিও ভালো।
মিরপুর ১২ নাম্বার ঝালমুড়ি বিক্রেতা মো. খায়রুল। দিনাজপুর থেকে ঢাকায় এসেছেন ভালো রোজগারের আশায়। পরিবার নিয়ে থাকেন মিরপুরে।
খায়রুল বলেন, শীত কম থাকলে আলহামদুলিল্লাহ বিক্রি ভালো থাকে। আজকে মানুষজন ভালোই বাহিরে এসেছে আমারও বিক্রি ভালো হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত আমার বিক্রি হয় ১৫শ থেকে ২ হাজার টাকার মতো। শীত বেশি থাকলে বিক্রি নেমে আসে হাজার টাকায়।
কালশী রোডের সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, শীতের সঙ্গে পাইকারি সবজি বিক্রেতারাও অজুহাতে দেখিয়ে দাম বাড়িয়ে দেয় সবজির। একইভাবে শীত বেশি পড়লে সবজি বিক্রি কমে যায়। আমার প্রতিদিনের রোজগার দিয়ে চলতে হয়। রোজগার কমে গেলে পরিবার নিয়ে বিপদে পড়ে যাই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে। তবে আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশালে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দু-একটি জায়গা থেকে শৈত্যপ্রবাহ কমে গেলেও অধিকাংশ এলাকায় তা অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএমআই/এমএম